হ্যালো বন্ধুরা, আজকে আমরা IRCTC অ্যাপ এর মাধ্যমে কিভাবে রেল টিকিট বুক করবেন তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত ভাবে আলোচনা করছি ।
IRCTC অ্যাপ থেকে Online train booking কিভাভে করবেন ?
নমস্কার বন্ধুরা, আপনারা ট্রেন এ এক না একবার তো নিশ্চয় যাত্রা করেছেন এবং বেশিরভাগ
সময় এই আপনি স্টেশন এ গিয়ে দাঁড়িয়ে , ফর্ম ফিল আপ করে অথবা বাড়িতে ফর্ম নিয়ে
এসে সেটা ফিল আপ করে স্টেশন এ জমা দিয়ে এসেছেন । এটাতে অনেক সময় নষ্ট
হয়েই যায় আমাদের , আর সময় অতি মূল্যবান । আজ আমি , IRCTC অ্যাপ থেকে
আপনারা কিভাভে বাড়িতে বসেই ট্রেন এর নাম ( Name of the train ) , আপনার
গন্তব্য (Destination ) , যাত্রার তারিখ ( Date of journey ) , ট্রেন কোচ এর নির্বাচন
করে (AC/Sleeper/General etc.) , এবং সবশেষে Online Payment করলেই
আপনার ট্রেন বুকিং হয়ে যাবে । ভারতীয় রেল এর এই উদ্যোগ টি খুব এই ভালো
আপনি যেকোনো সময় এই অ্যাপ খুলে বাড়িতে বসেই বুকিং করে নিতে পারবেন ।
Online Train Booking করার সুবিধা গুলি –
১ ) Onine train booking in Mobile : আপনার বাড়ীর নিকটবর্তী যদি কোনও রেল
স্টেশন না থাকে তাহলে আপনি বাড়ীতে বসেই আপনার মোবাইল থেকেই অন লাইন এ
টিকিট টি বুক করে নিতে পারবেন । যার ফলে আপনার সময় ও বেঁচে গেল এবং অন্যথা
আপনাকে সেই দূরের স্টেশন এও যেতে হোল না ।
২ ) Train Booking Cancellation : এই পয়েন্ট টি খুব এই গুরুত্বপূর্ণ । আপনি যেদিন
যাত্রা করবেন সেই যাত্রার দিন যদি আপনার টিকিট waiting এই থাকে , তার মানে আপনার
টিকিট Confirm হয়নি , সেই সময় আপনি মোবাইল থেকেই টিকিট Cancell করে নিতে
পারবেন |
নীচে Online ticket booking steps গুলি ফলো করুন
আপনার IRCTC অ্যাপ REGISTER করে নিতে হবে । যদি আপনার IRCTC অ্যাপ এ
অ্যাকাউন্ট নেই তবে এই লিঙ্ক এ ক্লিক করে বিস্তারিত জেনে নিন ।
১ ) সর্বপ্রথম www.irctc.co.in অথবা এই লিঙ্ক এ ক্লিক করুন এবং LOGIN ID ও
PASSWORD টাইপ করুন ।১ ) সর্বপ্রথম www.irctc.co.in অথবা এই লিঙ্ক এ ক্লিক
করুন এবং LOGIN ID ও PASSWORD টাইপ করুন ।
আপনার LOG IN ID ও PASSWORD টাইপ করা হয়ে গেলে CAPTCHA পূরণ
করুন এবং Log in এ ক্লিক করুন ।
আরও পড়ুন- গুগল পে একাউন্ট কিভাবে খুলবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন
আপনাকে টিকিট বুকিং করার সময় যে যে তথ্য গুলি ফিল আপ করতে হবে সেগুলি হল –
1 ) Train number – ট্রেন এর নম্বর
2) Train Name – ট্রেন এর নাম
3) From – কোথার থেকে যাবেন
4) Departure-train – যাত্রার সময়
5) To – আপনার গন্তব্য
6) Arrival – পৌঁছাবার সময়
7) Travel time – যাত্রার সময়
8) Day – S M T W T F S
আপনি যেদিন যাত্রা করবেন সেই নির্দিষ্ট দিনটি যথাক্রমে ( S M T W T F S ) সোমবার ,
মঙ্গলবার , বুধবার , এগুলি বেছে নিতে হবে । যে ঘরগুলিতে সবুজ হয়ে যাবে তার মানে
সেই দিন ট্রেন টি চলবে । আর লাল ঘর গুলিতে ট্রেন চলবে না ।
9) Class – শ্রেণী
Class এর মানে আপনি যে প্রকার এর Coach এ যাত্রা করবেন | Coach বিভিন্ন প্রকার এর
হয় যেমন – Sleeper coach, Ac Tier 1 , Tier 2 , Tier 3 ,General
এছারা কতগুলি Selective quota ও থাকে যথা PHYSICALLY HANDICAP ,
PREMIUM TATKAL, LADIES TATKAL , ইত্যাদি ।
GENERAL টিকিট আপনাকে ১ মাস আগে থেকে বুক করে রাখতে হবে ।
PHYSICALLY HANDICAP TICKET – এই টিকিট শুধুমাত্র প্রতিবন্ধক শ্রেণীর
জন্যই ।
LADIES TATKAL- এটি মহিলা দের জন্য ।
PREMIUM TATKAL – এই টিকিট এর দাম একটু বেশী হয় । যাত্রার ২/৩ দিন আগে
থেকেই এই টিকিট নেওয়া যায় । এমন ও সময় আসে , আমদের কোন জরুরী কাজের
ভিত্তিতে কোথাও যাত্রা করতে হয় , সেই সময় এই টিকিট আপনি বুক করবেন ।
এবার দেখে নিন ফর্মটি কিভাভে ফিল আপ করবেন
১ ) সর্বপ্রথম Select quota তে general টিপুন
২) এর পর আপনি কোন শ্রেণী তে যাত্রা করবেন সেটি বেছে নিন ( sleeper / Ac tier 1 / tier 2 )
আপনার যদি সিট খালি থাকে তবে Confirm দেখাবে এবং অন্যথা Waiting দেখাবে
| আপনি কত নম্বর Waiting এ আছেন সেটাও আপনি দেখতে পাবেন ।
আপনার Waiting যদি ১০ এর নিচে থাকে তাহলে বুক করে নিবেন এটি Confirm হয়ে
যাবে ।
২ ) এরপর book now এর ওপর ক্লিক করুন ।
৩ ) আপনার নাম( name) টাইপ করুন
৪) আপনার (age) বয়স
৫) এরপর (Gender ) নির্বাচন করুন
৬) আপনার বয়স( birth preference) টিপুন
৭) এবার Captcha fill up করুন
৮) আপনার সঠিক মোবাইল নম্বর টি টিপুন ।
এরপর * next * button এ ক্লিক করুন
৯ ) সবশেষে *Payment gateway* টি চলে আসবে এবং সেটাতে আপনাকে সিলেক্ট
করে আপনার পছন্দ মতো যেমন – আপনি * upi * এর মাধ্যমে Payment করতে
পারবেন এটি google pay ও phone pay এর সাহায্যে আপনি এই পেমেন্ট করতে
পারবেন ।
দ্বিতীয়ত আপনি আপনার Debit card অথবা Credit card এর মাধ্যমে ও payment
করতে পারবেন ।
পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনার দেওয়া মোবাইল এ একটি SMS আসবে | এটিতেই
আপনার টিকিট এর টি থাকবে , আপনার যাত্রা এর সময় TTE টিকিট চাইলেই আপনি এই টি দেখিয়ে দিবেন ।
***আপনি চাইলে টিকিট এর প্রিন্ট আউট ও বের করিয়ে নিতে পারেন ।