কৃষক বন্ধু প্রকল্প আবেদন করে বছরে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত আয় ।
নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক নতুন প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ।এই প্রকল্পের আবেদন করলে পশ্চিমবঙ্গের কৃষকরা বছরে 5 হাজার টাকা পর্যন্ত সাহায্য পেয়ে যাবেন । এবার থেকে নিজের নামে দলিল ও পর্চা না থাকলেও অর্থাৎ আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া বাপ ঠাকুরদার জমি চাষ করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই ফর্ম টি এপ্লাই করতে পারবেন । এমন অনেক কৃষক ভাই থাকে যাদের মিউটেশন থাকেনা তারাও কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন । কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আপনারা কিভাবে আবেদন করবেন তা এই পোস্টে নিচে বিস্তারিত ভাবে লেখা হলো ।
krishok bondhu prokolpo overview
[wptb id=326]Beneficiaries of krishok bandhu prokolpo
দেখেনিন এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনারা সরকার থেকে কি কি সুবিধা পেয়ে যাবেন
- প্রকল্প অনুসারে আপনি ২ লক্ষ টাকার একটি জীবন বীমা পেয়ে যাবেন ।
- কৃষক দের বার্ষিক ৫ হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে ।
- এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ।
- প্রতি একর জমির হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হবে রবি ও খরিফ মরশুমে ।
- দুর্ঘটনা বসত কোন চাষি মারা গেলে ১৫ দিন এর মধ্যে জীবন বীমার টাকা দিয়ে দেওয়া হবে ।
Registration process of krishok bandhu prokolpo
Online process for krishok bandhu prokolpo form
আপনি যদি অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান তবে নিম্নলিখিত প্রক্রিয়া গুলি ফলো করুন
- প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এ যান ।
- এবার হোমপেজ এ ‘ কৃষি বিভাগ ‘ লেখা তে ক্লিক করুন ।

- এখানে লগ ইন করুন আর আগে থেকে রেজিস্টার করা না থাকলে ‘Sign Up’ তে ক্লিক করে নতুন করে রেজিস্টার করে নিবেন ।

- উপরের এই তথ্য গুলি দিয়ে আপনি রেজিস্টার (Sign Up) করে নিবেন ।
- এরপর ‘ Submit’ বাটন এ ক্লিক করুন ।
- এবার আপনি লগ ইন করুন ।
- আপনার ফর্ম এ যে যে তথ্য গুলি চাইবে সেগুলি দিয়ে দিবেন ।
Also read- wb kharif paddy procurement scheme 2021
Offline process for krishok bandhu application form apply
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প অফলাইন এর মাধ্যমে আবেদন করতে চান তবে দেখে নিন
কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম টি ডাউনলোড করতে এই লিঙ্ক এ ক্লিক করুন । Krishok Bandhu application form pdf download click here
কৃষক বন্ধু প্রকল্পের( Krishok Bandhu Prokolpo) Self Declaration form download click here
এই ফর্ম টিতে কৃষকের নাম , পিতা/ স্বামীর নাম, জন্ম তারিখ , কৃষকের ধরন, মোবাইল নম্বর, ব্যাংক এর খাতার নম্বর, ব্লক মৌজা , খতিয়ান নম্বর, জে এল নম্বর , প্লট নম্বর, জমির পরিমাণ এগুলি লিখে ফেলুন ।এই ফর্ম টি ফিল আপ করতে যদি এখন ও কোনও অসুবিধা হয়ে থাকে তবে এই ভিডিও টি দেখুন ।
এই ফর্ম টি ফিলআপ করা হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক এ গিয়ে জমা দিয়ে দিবেন ।
Death Benefit Application Claim Form Download of Krishok Bandhu Prokolpo
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যান ।
- ফর্ম টি ডাউনলোড করতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।
- এবার এই ফর্ম টি প্রিন্ট আউট করে বের করে নিন ।
- ফর্ম এ দেওয়া তথ্য গুলি পূরণ করুন যেমন ।
- কৃষকের নাম ।
- স্ত্রী অথবা সন্তান এর নাম ।
- ঠিকানা ।
- কৃষকের মৃত্যু তারিখ ।
- মৃত্যুর সময় বয়স
- পরিচয় পত্র
- জমির তথ্য
- এগুলি ফর্ম টির সঙ্গে যুক্ত করে আপনার ব্লক এ গিয়ে জমা দিবেন ।
Krishi Bondhu Prokolpo Helpline Number
- Phone number- 8336957370 ( 10am- 6pm )
- [email protected] [email protected]