wb kharif paddy procurement scheme 2021 | kharif paddy registration online | sell Kharif paddy online @procurement.wbfood.in |
wb kharif paddy
নমস্কার আমাদের পেজ এ আপনাকে স্বাগত জানাই , আমাদের কৃষক বন্ধুদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প wb kharif paddy নামে এক্রটি প্রকল্পের ঘোষণা করেছেন । এখানে আপনি আপনার ফসল ন্যায্য মূল্যে সরকার এর কাছেই বিক্রয় করতে পারবেন । সরকার সরাসরি আপনার ফসল আপনার কাছের থেকে কিনে নিবেন । আপনি যদি আপনার ফসল বিক্রয় করতে চান অথবা আপনার ফসল বিক্রয় করার সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না । এই আর্টিকেল এ আপনারা কিভাভে রেজিস্ট্রেশান , লগ ইন এই সব বিষয়ের ওপর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল
wb kharif paddy scheme details
পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই ঘোষণা করেছেন যে আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত সরকার ১০ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা কে বিনা পয়সাই চাল বিতরন করবেন । ইতিমধ্যে ১৫ লক্ষ কৃষক বন্ধু রেজিস্টার করে নিয়েছে এবং এর সংখ্যা আরও বেড়ে ৭০-৭২ লক্ষ হয়ে যাবে এটাই অনুমান করা হচ্ছে । সরকার এর এই স্কিম চালু করার পেছনে মূল উদ্দেশ্য হোল আমদের কৃষক বন্ধুদের অর্থ উপার্জন করার একটি মাধ্যম গড়ে তোলা ।
kharif paddy scheme overview
[wptb id=220]Benefits of kharif paddy scheme
সরকার প্রত্যেক কৃষক বন্ধুর কাছ থেকে ৪৫ কুইন্টাল করে ধান আদায় করবে যা একটি সরকার এর পক্ষ থেকে একটি খুব এই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ । সরকার এই বছর এর নির্ধারিত মূল্য তাদের সাইট এ খুব শিগ্রই আপডেট করবে । ২০১৯ এ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান নেওয়া হয়েছিল এবং ১৮৬৮ টাকা/কুইন্টাল হিসেবে টাকা দেওয়া হয়েছিল ।
procurement farmer registration process
- At first go to official site
- Now click on ‘rice mill registration‘ in the homepage
- A new page will open

- Now log in here or if you are not logged in create your account
- Enter your id and password
- Enter your all details
- click on submit button
paddy farmers log in
- Go to official website
- click on ‘farmer log in‘
- now enter your registration number and mobile number
- Enter given captcha
- click on submit button
Paddy procurement official notification pdf download – click here
Paddy price in west bengal – 1868 rupees / quintial ( as per 2019 data )
documents required to sell a paddy
- Voter card ( ভোটার কার্ড )
- IFSC linked passbook ( ব্যাংক এর খাতা )
- Land documents ( জমির বিবরণ )
- Two passport size photo ( পাসপোর্ট সাইজ ফোট কপি )
FAQ
- Go to official website
- Click on FAQ in the homepage
Contact list
- Go to official website
- Click on contact in the homepage
- Contact list of all districts will appeare on your screen
Also read – wb swasthya sathi prokolpo 2020-2021