WBPSC clerkship mains exam date 2020 : wbpsc mains
clerkship Admit card out 2020 – download at wbpsc.gov.in
নমস্কার বন্ধুরা , আজ তোমাদের জন্য একটি সুখবর আছে আজকে অর্থাৎ ২০/১১/২০২০
তারিখ এ WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
যেখানে বলা হয়েছে যে আপনারা যারা যারা WBPSC MAINS এর পরীক্ষার জন্য
উত্তীর্ণ হয়েছেন , তাদের আগামী ২৫ ই নভেম্বর থেকে Admit card দেওয়া হবে |
আপনারা এর https://wbpsc.gov.in/ অথবা এই লিঙ্ক এ গিয়ে Admit card টি
ডাউনলোড করে নিবেন | আপনারা কিভাভে Admit Card টি ডাউনলোড করবেন তা
এই পোস্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করা হবে । দয়া করে নিম্নলিখিত স্টেপ গুলি
নীচে মেনে চলুন ।
Name of the board |
Wbpsc ( west Bengal public service comission ) |
Name of the post |
Clerkship |
Number of vacancy |
7227 |
Wbpsc part II exam date |
06 . 12. 2020 |
Admit Card release date |
25 . 11. 2020 |
Exam Marks |
100 |
Exam Time |
1 hours |
Official website |
https://wbpsc.gov.in/ |
Wbpsc mains part II Admit Card details
আপনার কার্ড ২৫ শে নভেম্বর থেকে দেওয়া হবে এবং পরীক্ষার সময় ৬ ই
ডিসেম্বর সকাল ১১ তা থেকে ১২ তা পর্যন্ত চলবে। আপনারা পরীক্ষার
প্রস্তুতি আরও বাড়িয়ে দেন যাতে এই সুযোগ কোনোভাবে হাথছারা না হয় ।
পরীক্ষার হলে Admit Card টি অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে আপনার
যেকোনো একটি পরিচয় পত্র ও নিয়ে যাবেন ।
How to download wbpsc part II Admit Card
1) প্রথমে এই লিঙ্ক অথবা @wbpsc.gov.in এ সার্চ করুন
2) এরপর download admit card for wbpsc mains clerkship part ii তে ক্লিক করুন |
3) আপনার date of birth ও application number পূরণ করুন |
4) এরপর admit card টি আপনি পেয়ে যাবেন এবং সেটা প্রিন্ট আউট বের করে নিবেন ।
Now download the official notification pdf
admit card download link – available soon
Docouments required for wbpsc clerkship mains part 2
আপনি যখন পরীক্ষা সেন্টার এ যাবেন সেই সময় আপনার প্রমান পত্র হিসেবে তো নিয়ে
যেতেই হবে তার সঙ্গে নিম্নলিখিত প্রমান পত্র গুলির মধ্যে যেকোনো একটি নিয়ে যেতে
হবে
1) adhar card
2) voter id
3 ) employee id
4) college id
5) passport
6) pan card
7) or any other proof issued by gazetted officer
Syllabus of the exam
Selection process of wbpsc clerkship
আপনারা যারা মেন্স পরীক্ষা দিবেন এবং উত্তীর্ণ হবেন তাদেরকে Interview এর জন্য
ডাকা হবে এবং Interview তে পাশ করলেই তার কিন্তু চাকরী টা হয়ে যাবে ।