wbssc upper primary verification form
আজকে একটি খুব এই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে , wbssc এর অফিসিয়াল ওয়েবসাইট এ wbssc upper primary verification form এর একটি নোটিফিকেশান বেরিয়েছে । ১১ ই ডিসেম্বর ২০২০ এ কোলকাতা হাইকোর্ট এর রায়ের পর আবার আজ থেকে আপনার ডকুমেন্ট আপলোড এর ফর্ম টি অফিসিয়াল সাইট এ খুলে যাবে । আপনারা সেখানে গিয়ে আপনার ডকুমেন্টস গুলি আপলোড করে নিবেন । যারা যারা ২০১৬ সালে ফর্ম ফিল আপ করেছিলেন একমাত্র তারাই এই ফর্ম এ লগ ইন করতে পারবেন ।
আপনাদের এই ফর্ম এ ২০১৬ সালের পর করা আপনার যেকোনো কোর্স কিন্তু এখানে গ্রহণ করা হবে না , তাই ২০১৬ সালের পূর্বে আপনারা যা যা কোর্স করেছেন ঠিক সেগুলি এই আপলোড করবেন । ফর্ম ফিল আপ করার আগে অফিসিয়াল সাইট এ গাইডলাইন গুলি ভালো ভাবে পড়ে নিবেন, তাতে আপনার ই সুবিধা হবে । কিভাভে wbssc upper primary verification form এর ডকুমেন্টস গুলি আপলোড করবেন তা নীচে পোস্ট টিতে ভালো ভাবে দেওয়া হল
wbssc upper primary verification form fill up
upper primary verification form টি ফিল আপ করতে হলে নিম্নলিখিত স্টেপ গুলি পালন করুন
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যান
- এরপর এই লিঙ্ক এ ক্লিক করুন
- একটি নতুন পেজ খুলে যাবে
- এবার ‘click here to log in ‘ এই বাটন এ ক্লিক করুন

- এখানে ‘ Application Id’ অথবা ‘Tet roll’ , Date of birth এবং ‘Captcha’ কোড ফিল আপ করে লগ ইন বাটন এ ক্লিক করুন ।
- লগ ইন করার পর আপনার কাছে একটি নতুন পেজ খুলে আসবে সেখানে আপনার ফোন নম্বর টি আসবে , আপনি যদি আপনার ফোন নম্বর টি আপডেট করতে চান তাহলে সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটি self declaration form জমা দিতে হবে তবেই আপনার ফোন নম্বর টি আপডেট হয়ে যাবে ।
- আপনার ফোন নম্বর পরিবর্তন করার সময় একটি OTP আসবে সেটা দিয়ে দিতে হবে ।
এবার আপনার স্ক্রিন এ ২০১৬ সালের ভেরিফিকেশন এর সময় যে ডকুমেন্টস গুলি আপলোড করেছিলেন সেগুলি আপনি দেখতে পাবেন কিন্তু সেগুলিকে পরিবর্তন করা যাবে না । এরপর আপনার ডকুমেন্ট গুলি একে একে আপলোড করে হবে JPEG FORMAT এ
Documents required for wbssc upper primary verification 2021
upper primary verification এর জন্য যে যে ডকুমেন্ট গুলি প্রয়োজন সেগুলি হল
Aadhar card or Voter card or Driving License- Pan card- Passport |
Madhyamik Admit |
Madhyamik Marksheet |
Higher Secondary Marksheet |
Graduation Marksheet |
Training Marksheet |
NCTE Institution approval copy |
Caste certificate copy |
Disability certificate ( If Any) |
One recent colour passport size photocopy with signature |