West Bengal GNM Nursing exam date 2021
West Bengal GNM Nursing যেটার ফর্ম ফিল আপ ৩১ শে মার্চ থেকে শুরু হয়েছে তার পরীক্ষার দিনকাল ঘোষণা করা হয়ে গেল । আগামী ২২ শে অগাস্ট ২০২১ তারিখে এই West Bengal GNM Nursing এর পরীক্ষা নেওয়া হবে । অনলাইন এর মাধ্যমে এই সম্পূর্ণ পরীক্ষা টি নেওয়া হবে । West Bengal Joint Entrance Council অর্থাৎ WBJEE এই পুরো পরীক্ষাটি পর্যালোচনা করে থাকেন । ২৭ শে এপ্রিল ২০২১ এর মধ্যে আপনাকে অনলাইন আবেদন এর কাজ শেষ করে দিতে হবে ।
West Bengal GNM Exam 2021 Overview
Name of the exam – West Bengal GNM | |
Full form of GNM – West Bengal General Nurse and Midwifery Course | |
State – West Bengal | |
Exam Level – State | |
Course Offered – Diploma | |
Application Mode – Online | |
Official Website – https://wbjeeb.nic.in/ |
WB GNM nursing exam fees
GNM Nursing এ ফর্ম ফিলাপ করার সময় SC/ST/OBC-A/OBC-B প্রার্থী দের ২০০ টাকা করে লাগবে এবং General Category প্রার্থী দের ৩০০ টাকা দিতে হবে । Net banking, Upi id, debit card এর মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন ।
WB GNM Nursing Important Dates
Application Starts from – 31st March 2021 | |
Last Date of application – 27th April 2021 | |
Application Correction dates – 28th April to 30th April 2021 | |
Admit card – 16th August | |
Exam date – 22 August 2021 | |
WB GNM result date – September 2021 |
How to apply for WB GNM Nursing 2021
আপনারা কিভাভে GNM Nursing form fill up করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে নীচের তথ্য গুলি ভালো ভাবে দেখুন –
- প্রথমে WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান অথবা সরাসরি এই লিঙ্ক এ ক্লিক করুন
- এবার Apply for ANM(R) GNM-2021 এ ক্লিক করুন
- নতুন পেজ এ New Registration তে ক্লিক করুন
- ‘Click here to proceed’ এই বাটন এ ক্লিক করুন
- আপনার সামনে একটি ফর্ম চলে আসবে সেটা ভালোভাবে ফিল আপ করুন

Documents required for WB GNM Nursing 2021
Particular | Extension | Max Size |
Passport Size Photograph | .jpg | 200 kb |
Signature | .jpg | 30 kb |
Certificate/Marksheet | 300 kb |
WB GNM Exam Pattern And Syllabus
- পরীক্ষাটি অফলাইন এ হবে ২২ শে অগাস্ট ২০২১ তারিখে । পরীক্ষার জোন ভিত্তিক Exam Center কোথায় কোথায় সিট পড়বে তা দেখে নিন
- পরীক্ষাটি ৬৫ নম্বর এর হবে এবং প্রত্যেক টি প্রশ্ন এক নম্বর এর হবে
- প্রত্যেক টি সঠিক উত্তর এ ১ নম্বর পেয়ে যাবেন এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর নেগেটিভ মার্ক্স থাকবে
- পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র মাধ্যমিক লেভেল এর হবে
WB GNM Nursing Eligibility Criteria
- প্রথমত আপনাকে অবশ্যয় পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
- আপনার বয়স ১৭ থেকে ৩৫ বৎসর এর মধ্যে হতে হবে ৩১ শে ডিসেম্বর ২০২১ অনুসারে
- প্রার্থী কে অবশ্যয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাশ করতে হবে নুন্যতম ৪০ % নম্বর দিয়ে
- পরীক্ষার্থী কে বাংলা ভাষা ভালোভাবে জানতে হবে
- Vocational Agriculture এবং Vocational Home Science এর ছাত্ররাও এবার আবেদন করতে পারবেন
Subject Wise Marks Distribution For GNM Nursing 2021
Subjects | No. of Questions |
Life Science (IX & X Level) | 25 |
Physical Science (IX & X Level) | 15 |
Arithmetic (IX & X Level) | 05 |
English Grammar | 10 |
General Knowledge | 05 |
Logical Reasoning | 05 |
Total | 65 |
WB GNM admit card 2021
2021 সালে GNM Nursing পরীক্ষার Admit Card 16th August 2021 থেকে আপনি অনলাইন এ ডাউনলোড করে নিতে পারবেন । WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট এ Admit Card টি পাওয়া যাবে ।পরীক্ষার হলে যাওয়ার আগে এডমিট কার্ড এর সমস্ত গাইডলাইন ভালোভাবে পড়ে নিবেন ।
Documents required in WB GNM exam center
নীচে দেওয়া ডকুমেন্টস গুলি আপনারা নিশ্চয় পরীক্ষার হলে নিয়ে যাবেন
- Admit Card এর প্রিন্ট আউট
- রঙিন ফটোকপি ১ কপি
- আপনার যেকোনো একটি পরিচয় পত্র যেমন – Aadhar card, passport, pan card, voter card, Class 10th admit card, Identity Card
WB GNM ANM/ GNM Seat Intake 2021
2021-2022 বর্ষের ANM/ GNM এর পরীক্ষা তে কত গুলি সিট আছে তা খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে । বিগত বছরের রেকর্ড অনুসারে ANM এ 500 টি সিট এবং GNM এ 2817 টি সিট দেওয়া হয়েছিল ।
Expected Cut Off Marks WB GNM 2021
বিগত বছর এর কাট অফ দেখে আমরা অনুমান করতেই পারি যে এবছর এর ও কাট অফ কিন্তু খুব বেশী যাবে । General Category তে কাট অফ 50-55 পর্যন্ত যেতে পারে ।
Application Correction Process
Application এ যদি কোন ভুল থাকে সেটা আপনি ২৮ এপ্রিল ২০২১ এর মধ্যে ঠিক করে নিতে পারবেন
- প্রথমে অফিসিয়াল সাইট টি খুলুন
- এবার লগ ইন করুন ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে
- এখানে আপনি আপনার ফর্ম টি কারেকশন করার অপ্সেন পেয়ে যাবেন ।
Application Helpdesk number
আপনার ফর্ম ফিল সম্বন্ধিত কোন অসুবিধা থাকলে এই নম্বর গুলিতে কল করুন -1800-1023-781 / 1800-3450-050 সকাল ১০.১৫ থেকে বিকেল ৫.১৫ এর মধ্যে ।
FAQ
What is the last date of GNM Nursing online application ?
The Last date to apply GNM Nursing 2021 application form is 27th April 2021
Can Arts students apply for GNM Nursing ?
Yes, Arts students can also apply for GNM Nursing course
What is the full marks of GNM Nursing course ?
The full marks of GNM Nursing course is 65. Each question is for 1 marks and the expected cut off will be 50-55 for general category.
What is the course fees of GNM nursing ?
The cost of GNM nursing in government is very low, approximately 2000 per year
To read more information about GNM Nursing click here .